তুমি-আমি
তুমি-আমি
তুমি শিক্ষা, আমি ভাবনা;
কলমের নিবে শক্তি আরাধনা আমার।
তুমি শিরোনাম, আমি ছদ্মনাম;
তােমার ছত্রের গভীরতায় উপনিবেশ আমার।
তুমি শব্দবান, আমি কাগজ;
তােমায় ছুঁয়ে তৃপ্ত হই আমি।
কাগজের ধারেও হাত কাটে জানাে তাে!
