ঠিকভুল
ঠিকভুল


যে ফুলটি ঝড়ের আগের রাতে ফোটে,
ওরা হলো বরাবরই সে ফুলটির পক্ষে।
যে হরিণটা বাঘের নিশানা হয়েও ছোটে,
ওরা তাকে এখনো করতে চায় রক্ষে।
যদিও নিয়মে বাঁধা সকল হিসাবনিকাশ,
তবুও স্বপ্নে পায় সে ঝরা ফুলের আঘ্রাণ।
ওদের তাতে মনে মনে হয় হৃদয়ের বিকাশ,
কল্পণায় দেখে হরিণের বেঁচে গেছে প্রাণ।
মিথ্যেটাকে সত্য দেখে অন্ধ প্রেমের সৃষ্টিতে,
ভান করেনা, ভুল হয়ে যায় ভালবাসার জন্য।
খেলো করে কেউ তাতে নিজের দোষদৃষ্টিতে,
কেউ বা তাতে আশা পেয়ে করে ধন্য ধন্য।