Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.
Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.

Bipattaran Misra

Abstract

5.0  

Bipattaran Misra

Abstract

ঠাকুমা আমার স্বপ্নের পরী

ঠাকুমা আমার স্বপ্নের পরী

1 min
1.1K


আমি পড়তাম আর --

ঠাকুমা আমার মুখে মুগ্ধ চোখে তাকাতো। 

বকুনি দিয়ে বলতাম, 

কী দেখছো সারাক্ষণ? 

তখন ঠাকুমার মুখ-ভরা হাসি --

চারদিকে উপচে পড়তো। 

অমন ভুবনমোহিনী হাসি, 

রাগ, দুঃখ, ব্যথা ভুলানো হাসি আর দেখিনি। 

আমি তখন শুধু ঐ একজনকেই বকুনি দিতে আর 

শাসন করতে পারতাম। 

ঠাকুমাকে যাই বলতাম তাতেই হাসতো। 

'বুড়ি' বললে হেসে বলতো --- 

বুড়ির বরটা তো কচি,

এতেই বুড়ির আনন্দ!

আমাকে বর বললেই --

আমি রেগে কেঁই মেঁই করতাম।

তাতেও বুড়ি হাসতো।

ঠাকুমার হাতের পোস্ত, সুক্তো কিংবা ডাল-আলু --

আজও মুখে লেগে আছে।

ঠাকুমা ছিলো গল্পের ঝুরি,

বলার ধরণটা ছিলো জাদু! 

ঠাকুমার হাতে সত্যিই জাদু ছিলো --

পিঠে আঙুলের নখ ছোঁয়ালে 

গোটা শরীর আর মন -- তরতাজা, প্রাণবন্ত হতো! 

মাথার চুলের ভিতর আঙুল বুলালে 

রাজ্যের ঘুম নিমেষে আমাকে ভর করতো!

ঠাকুমা ছিলো আমার শৈশব আর কৈশোরের সম্মান --

সকলে আমায় যন্ত্র ভাবতো, 

শুধু ঠাকুমা আমায় মানুষ ভাবতো। 

তাঁর স্নেহে আমার জীবন সুরভিত ছিলো! 

বুড়ি ঠাকুমাই আমার স্বপ্নের পরী ছিলো!

         



Rate this content
Log in

More bengali poem from Bipattaran Misra

Similar bengali poem from Abstract