টেকনোলজি
টেকনোলজি


একবিংশ শতাব্দীর দোরগোড়ায় পৃথিবীর আলো দেখা,
এই দৈনন্দিন প্রযুক্তির ধারাবাহিকতায় ক্রমাগত ঋদ্ধতা -
তৃতীয় শ্রেণীতে মাসিমণির মোবাইল ফোন হাতে পাওয়া,
স্নেক গেমেই নিহিত ছিল প্রযুক্তি ভালো লাগার সূচনা,
তার হাত ধরে ডিজিটাল দুনিয়ায় আমার প্রথম পদার্পণ;
ষষ্ঠ শ্রেণী থেকে বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসের সুযোগ,
সফ্টওয়্যার-হার্ডওয়্যারের মেলবন্ধনে অনাবিল আনন্দ,
কী-বোর্ড আর মাউসে হাত রেখে এক আলাদা অনুভব!
বিজ্ঞানের প্রায়োগিক কৌশলের প্রতি প্রবল আকর্ষণ,
টেকনোলজির উন্নয়নের ধারায় সম্পৃক্ত আগ্রহী মনন;
বাড়ির ল্যান্ড ফোনের বিকল্প হয়ে এল সুদৃশ্য মোবাইল,
দশম শ্রেণীতে পড়াকালীন পাওয়া ডেস্কটপ কম্পিউটার,
অডিও আর ভিডিওর সম্মিলনে শুধুই প্রাঞ্জল উচ্ছ্বাস -
কৈশোরেতে প্রবেশ, তারপর প্রাঞ্জল তারুণ্যের আভা,
স্যাটেলাইট নির্ভর জীবনটা এখন অনলাইনেই বাঁধা;
ম্যাগনেটিক চিপ সঙ্গী করে আমি ডিজিটাল ইন্ডিয়ান,
মুঠোফোন ঘিরে দিনভর পড়াশোনা আর লেখালেখি,
ডিজিটাল কলম, সোশ্যাল মিডিয়া সাহিত্যে সরগরম;
অ্যান্ড্রয়েড ডিভাইসে দুনিয়ার সংযোগ হাতের মুঠোয়,
ক্লাউড ফাইল, ওয়াই ফাই, হটস্পটে ওয়্যারলেস জীবন।