Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Nandita Pal

Abstract Others

3  

Nandita Pal

Abstract Others

টাটাস’

টাটাস’

1 min
4


ঘন জঙ্গলে, ছোট্ট গ্রাম সাচি, সুবর্ণরেখার তীরে,

গর্ভে খনি, কপালে রাজতিলক;

সোনার কাঠি যেন ছুঁইয়ে দেয় জামশেদজী

সাচি রুপ পায় জামশেদপুরের টাটা নগরে।


সমুদ্রের ধারে নীরব শহর মিঠাপুর;

রাসায়নিক পদার্থের কারখানা গড়ে টাটার।

মাটির সার থেকে শুরু করে খাওয়ার নুন,

দিকদিগন্তে ছড়িয়ে পরে টাটা কেমিক্যালসের গুণ।


পরাধীন ভারত, দুর্বার জে আর ডি টাটা

অজেয় শক্তি ভারতকে দেয় প্রথম উড়ান,

একের পর এক গাড়িতে গতি আনে টাটা মোটরস

দেশ হয় নির্ভরশীল, বিদায় নেয় ব্রিটিশ।


আরবসাগরের তীরে অপরুপ তাজ হোটেল,

সাদর আহ্বানে দেশ বিদেশের অতিথিদের-

জে আর ডি টাটার হাত ধরে টি আই এফ আর;

বিজ্ঞানের নতুন দিশা, তরুণ মনের আধার।


নতুন তরঙ্গ কম্পিউটার, রতন টাটার সুদূর দৃষ্টিতে

দৃঢ় আকার নেয় টাটা কনসালটেনসী

তথ্য প্রযুক্তির দেশ বিদেশের ব্যবসায়,

সারা পৃথিবীতে আজ TCS এর নাম ঝলকায়।


সমাজের উন্নতি, তরুণ প্রজন্মের শিক্ষা

পরিবেশ বাঁচানোর উপায়, সংস্কৃতিকে ধরে রাখা,

দেশে প্রতিটি মানুষ আজ টাটার ছোঁয়া পায়।

চন্দ্রার স্বপ্নে এখন টাটা গ্রুপ উন্নতির চূড়ায়।


Rate this content
Log in