Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Sipra Debnath

Abstract Tragedy

3  

Sipra Debnath

Abstract Tragedy

তোমায় মনে পড়ে বাবা

তোমায় মনে পড়ে বাবা

2 mins
184



বাবা তুমি নেই আজ পৃথিবীতে,

তাহলে ও বুঝতে পারি সকল সময়,

তুমি রয়েছো আজও আমার সাথে,

সুখ-দুঃখ হাসি কান্নার প্রতি মুহূর্তে।

তুমি ছিলে বট গাছের ছায়ার মত,

ছায়ার স্নেহ পরশে মাথায় হাত রাখতে।

সব সব মনে আছে বাবা,

তোমার বলা প্রতিটা কথা,

জীবনের প্রতিটাপদক্ষেপে,

আমায় রাস্তা দেখায়,

এগিয়ে যাবার সাহস যোগায়।

তোমার কথার মানে তখন,

কিছুই বুঝতে পারতাম না,

 বড়ো যে হইনি তখন তেমন,

 এখন সব বুঝি বাবা তুমি নেই যখন।

 খুব মিস করি বাবা তোমার আঙুল ধরে হাটা,

 তোমার সাথে বাজারে যাওয়া আর কেনাকাটা।

তোমার বলা প্রতিটা কথা খুব মনে পড়ে,

জীবনে যখন বড় বাধা আসে বিশেষ করে।

আমি তো বাবা তোমার একটা অভাগি মেয়ে,

দেখতে পাইনি তোমায় শেষ যাত্রায়,

এই কষ্ট যে বাবা আজ ও আমায় কাঁদায়।

সেদিন যখন টিউশন থেকে ফিরলাম সন্ধ্যায়,

আমরা দুজন বসেছিলাম বারান্দার বেঞ্চটায়,

মা ছিল ঠাকুর ঘরে ব্যস্ত সন্ধ্যা প্রার্থনায়।

তারপর তুমি আমি দুজন মিলে গেয়েছিলাম,

,, তোমার রঙে হৃদয় আমার রাঙা,, এই গানটা,

গানটা গাইতে গাইতে তুমিও কেঁদেছিলে সাথে,

আমি ও আর মা ঠাকুর ঘরে আসনে বসে।

প্রার্থনার পর কথায় কথায় তুমি বলেছিলে,

একটি বিশেষ দিন তারিখের কথা,

"১৪ জানুয়ারি ২০১৩"দুপুর ১ঘটিকা,

মকর সংক্রান্তি নাকি একটা বিশেষ দিন

আসবে সেদিন থেকে পাঁচ বছর দুমাস পর।

বিশ্বাস করো বাবা সেদিন আমি বুঝতে পারিনি ,

তোমার কথার তাৎপর্য কি করেই বা বুঝতাম বল ?

এখন আমার ধীরে ধীরে সব মনে পড়ে

কেন যে বুঝিনি সেদিন তা ছিল তোমার ভবিষ্যৎ বাণী,

তাইতো বাবা নিজেকে এখন বড় অভাগী মানি।

আর তারপর আমি নিজের ঘর সংসার নিয়ে,

ব্যস্ততায় ভুলেই গেলাম বিশেষ দিনটির কথা।

হয়তো তোমার সেদিন মনে পড়ে ছিল খুব আমাকে,

জানো বাবা খুব আশ্চর্যের কথা সেদিন সকাল থেকে,

মনটা খুব ছটফট করছিল প্রাণটা আনচান করছিল,

শাশুড়ির দেওয়া পিঠের থালা টা হাত থেকে পড়ে গেল ,

আর আমার অন্তরাত্মা ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল,

আমার মনটা কু ডাকলো তার মধ্যেই ফোন কলএলো।

তুমি বাথরুমে পড়ে গেছো বাবা সেন্সলেস হয়ে গেছো'

ছোড়দার কোলে তোমার মাথা তুমি আর নেই বাবা ,

চলেগেছো অনেক দূরে আমাদের সবাইকে ছেড়ে।

সেদিন বাবা বাড়িতে সবাই ছিল তোমার কাছে'

শুধু তোমার এই ভাগ্যহীনা মেয়েটাই ছিল না,

তোমায় আর দেখা হলো না শেষ দেখাটা!

খুব কষ্ট হয় বাবা একা একাই কাঁদি আমি,

যখন তোমাকে খুব খুব মনে পড়ে ,

জানি তুমি আছো আমাদের ভিড়ে,

তাইতো অনুভবে পাই তোমায় বারে বারে! .



Rate this content
Log in

Similar bengali poem from Abstract