STORYMIRROR

Indrani Chatterjee

Abstract Others

3  

Indrani Chatterjee

Abstract Others

তোমার মোহিনী রূপের রহস্য

তোমার মোহিনী রূপের রহস্য

1 min
176

 


স্বচ্ছ তরলে বিম্বিত মোহিনী রূপের রহস্য

কিয়ৎক্ষণ আমি চক্ষু মুদে গিয়েছিলেম পরবাসে 

তোমার সাজ কথা ব্যাখ্যা করে পাগল হাওয়া

আহেল মাটির সোদা গন্ধে বিকির্ণ বার্তা ভেসে আসে।


আমার ঝড়ের মন নিঃশব্দে স্তব্ধ হয় তোমার নক্সীকাঁথার সাম্রাজ্যে

যা পায় না ছুঁতে আমার কল্পনার প্রসার তা তোমার শাসনের অধীনে বারমাস,

আমি ভবের দাসী, নিত্য করি অনিত্যের চাষ, ঊষর জমিতে ফলাতে ফসল। 

তবু তোমার প্রেমের অনুধ্যানে মজে থাকি, এ আমার পরম আশ।


নীহারিকায় তুমি ছলনাময়ী প্রেয়সী ছায়াময়, 

ঊষার রক্তিম প্রভা ধীরে অনাবৃত করে তোমার কিন্নরী সৌষ্ঠব। 

তখন তুমি শান্তির আসনে সমাহিতা ধ্যাননিষ্ঠ দেবী

যার সন্যাসীনির বেশ সেখায় অকুণ্ঠ নিরলস দানের গৌরব।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract