STORYMIRROR

Indrani Chatterjee

Inspirational

4.5  

Indrani Chatterjee

Inspirational

পাড়ের কাণ্ডারী

পাড়ের কাণ্ডারী

1 min
220


নিত্য সে করে পার, অদম্য জীবন স্রোতের সাথে পাল্লা তার

কত স্বপ্ন সে করে ফেরি, কতক বহন করে চূর্ণ জীবনের হাহাকার

তার বুকে জমা হাজার কথার মালা সব মিলেমিশে একাকার

কেউ কি রাখে খবর তার?


কোনো ক্লান্ত একাকী অপরাহ্নে বটের ছায়ায় জিরোয় শিথিল দেহ 

সাথী হয়ে দোলা দেয় জোয়ার ভাঁটার খেলা 

রেশম বায়ু ছুঁয়ে বলে তোমার মাঝে আছে স্পন্দনের মেলা 

আমরা জড় করি তোমার বার্তা, তুমি তো নও একলা। 


তুমি পাড়ের কাণ্ডারী, নিত্য বোনো সম্ভাবনার জাল

পেড়োয়ো তুমি ঝড়-জল, আঁধার রাতি, তুলে দিয়ে প্রত্যয়ের পাল

তুলে নিয়েছ পারাপারের দায়, সকল ক্ষত নিবিষ্ট করে আপন বক্ষকূলে

তোমার আপন কথার সাক্ষ্য দেবে বাঁধান ঘাট

ধাপে ধাপে আসা-যাওয়া ভবের খেলা তোমার হাতটি ধরে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational