তোমার দেওয়া শিক্ষা
তোমার দেওয়া শিক্ষা
তুমি মোরে শিখিয়েছিলে
ভালোবাসার বেদনা মনে গেঁথে রাখা
বেশি কথা বলা মানে
শব্দের অপচয় করা
আজ তুমি আমার সাথে নেই ঠিকই
কিন্তু আজও আমার মনে আছে তোমার সব কথা
আজও আমি তোমাকে নিজের পাশে পাই
ভয়ংকর এ সময়টা
ছিনিয়ে নিয়ে গেলো আমার থেকে তোমায়
তাও তুমি থাকবে আজীবন আমার হৃদয় মাঝে।
