STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Tragedy Classics

3  

Mahfujur Rahaman

Abstract Tragedy Classics

তখন ছিল চিঠি লেখার যুগ

তখন ছিল চিঠি লেখার যুগ

1 min
323

একটা সময় ছিল চিঠি লেখার যুগ,

এক কথায় লুকিয়ে ছিল হাজার কথার সুখ।

প্রতি সকালে ডাকবাক্সে চিঠির খোঁজ ছিলো,

এক সপ্তাহ আগে লেখা চিঠি পড়ার আনন্দ দ্বিগুণ ছিলো।

অল্প কথায় ধরা থাকত মনের সব ভাবনা,

খুশির আনন্দ ছিল, ছিলো ব্যাথা থেকে বেদনা।

তারপরই একদিন দূরের লোক আর রইলো না দূরে,

বিজ্ঞান আনলো সবাইকে নিজের ঘরের অন্তঃপুরে।

ঘরে ঘরে চিঠি তাই আসে না কো আর,

যুগ বদলে আসলো এবার টেলিফোনের তার।

ডাকবাক্স হয়ত উঠে গেলো, আর বদলালো সমাজের দৃষ্টি,

তাও টুকিটাকি প্রেমের আনাগোনায় ঘরে আসে চিঠি।

বাড়তে লাগলো ব্যস্ততা সব, সবার বড্ড তাড়া,

দ্রুততার আনন্দে মত্ত হয়ে মানুষ হলো ধৈর্য হারা।

তারপরই একদিন শুরু হলো বাতাসে বাতাসে কথা,

চিঠির ওপর থেকে উঠে গেলো মানুষের সবটুকু আস্থা।

চিঠির উত্তরের জন্য সেই অপেক্ষা হয়ে এলো ম্লান,

অন্তর্জালের আবিষ্কার চিঠি থেকে দূরে যেতে আরো করলো আহ্বান।

তাই চিঠিও আর লেখেনা কেউ, আর কেউ করেনা অপেক্ষা,

লিখলেও শোনে,"ব্যাকডেটেড”, আর পায় কিছু উপেক্ষা।

তাই আজ হয়তো দূরের লোক আর নেই বহুদূরে,

কিন্তু কাছের মানুষ হারিয়ে গেছে কোন সে অচিনপুরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract