STORYMIRROR

Sanjoy Karmakar

Inspirational

4  

Sanjoy Karmakar

Inspirational

The Emotion of Love

The Emotion of Love

1 min
230

—ভালবাসার আবেগ—

(রোমিও এন্ড জুলিয়েট)

কলমে—সঞ্জয় কুমার কর্মকার


 প্রমিথিউসের মাহাত্ম্য যখন মাটি থেকে প্রাণের উৎস ছড়িয়ে মানবতার সৃষ্টি করে যায়,

কৌশলী ব্যক্তিত্বের সাথে স্বর্গ থেকে যখন আগুন এনে স্বাগত উপহার দিয়ে মানুষের অন্তরে জাগ্রত হয়ে থাকে ।

প্রাপ্ত আগুনই তখন তার ত্যাগের নিবেদন হয়ে রয়...

শৃঙ্খলা ভেঙে যখন মানুষের জন্য মুক্তির বার্তা নিয়ে আসে,

নবরঙ্গে নবযুগের নবীন উদ্দিপনায় তখন বর্ণনাত্মক প্রেমের নিবেদন গুলি আর্ত বাতাস জুড়ে বিচ্ছেদের আত্মমগ্নে নির্যাস ছড়িয়ে দিয়ে যায়। 

প্রচলিত গল্পকে অবলম্বন করে 'দ্য ট্রাজিকাল হিস্ট্রি অফ 'রোমিয়াস এণ্ড জুলিয়েট'...।

প্রেমিকযুগলের উপাখ্যান প্রেমের সংস্করণকে প্রদান করে যায়।

বিবাদমান মৃত্যু, শেকসপিয়রের জীবদ্দশায় বিয়োগান্তক প্রেম,

মিলনান্তক পরিণতির দৃশ্যকে পরিবর্তন করে মৃত্যু যেন অনিবার্য হয়ে ওঠে।

উচ্ছ্বসিত,অপ্রতিরোধ্য প্রেমের এই শক্তি সমস্ত মূল্যবোধের আনুগত্যে ভালোবাসার আবেগকে ছড়িয়ে দিয়ে যায়...

সত্য ভালবাসার আবেগ তখন একটি কোমল চুম্বন দিয়ে রুক্ষ স্পর্শকে মসৃণ করে যায়।

ছায়াছবির রঙ্গমঞ্চে কাব্যিক শৈলীতে রোমিও এন্ড জুলিয়েট,

অসাধারণ সৃষ্টির মিলনান্তক পরিণতি ঘটিয়ে সারাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational