STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Tragedy Classics

4  

Kausik Chakraborty

Abstract Tragedy Classics

তেমনই বলছে দার্শনিক

তেমনই বলছে দার্শনিক

1 min
170

গভীর হচ্ছে ক্ষতর দাগটা

নজর পড়ছে আজকে ঠিক

বৃষ্টি কুড়িয়ে বাঁচবে তুমিও

তেমনই বলছে দার্শনিক


এদিকে জমছে বিভেদ আনাচে

আমার শিকল, তোমার নেই

ঘরের ভিতরে অবাধ গালিচা 

হেঁটে যাব তার কার্নিশেই


ঘোর লেগে আছে সকল ছবিতে

রঙতুলি হীন, সাদাকালোর

তার চোখ থেকে বিষাদ শহরে

খোঁজ খোঁজ সেই নীল আলোর


ঘেরাটোপ থেকে ফুটছে শালুক

নদীপথ খুঁজে রোজ উজান

বেঁকছে নৌকা প্রতিটি সকালে 

ঘরে ঘরে তার মাঝির গান


অন্ধকারের ধ্বংস হয়না

পাল্টে যায়না বিষের স্বাদ

জিভের আগায় ছায়াপথ ঘেঁষে

কুড়িয়ে তুলো না সেই বিষাদ


গোলাপের কাছে শিখে নাও তবু

পাপড়ি খোলার সহজ দিক

তুমিও বাঁচবে, আমিও বাঁচব 

তেমনই বলেছে দার্শনিক


Rate this content
Log in

Similar bengali poem from Abstract