STORYMIRROR

Paula Bhowmik

Abstract Action Inspirational

3  

Paula Bhowmik

Abstract Action Inspirational

তার মতো

তার মতো

1 min
174

তোমাকে আমি ভুলে যাই হয়তো মাঝে মাঝে,

দুঃখ পেয়ে আবার বুঝি, যাওনি তুমি আছো কাছে।

তোমার প্রতি বিশ্বাস তাইবলে ভেবোনা মোটে পলকা, 

তোমায় মনে করেই আমার লাগে আবার হালকা। 

ভগবানের কথা তো সারাজীবনে অনেক শুনেছি, 

মানুষের মাঝেই আমি ভগবানকে দেখতে শিখেছি। 

সাধারণ মানুষের তুলনায় কেউ যদি বেশী পারে, 

তাকেই তো সকলে একদিন ভগবান বলে মনে করে। 

সাঁতার শেখা হয়নি বলেই ডুবতে নিই বারে বারে, 

হাতটি যখন ধরো এসে, মানুষের ওপর বিশ্বাস বাড়ে। 

যে, যে কাজে ভালো আমি যে তার মতো হতে চাই, 

মনের ইচ্ছে, যে কোনো কাজ ভালো করে করাটাই। 


ছোটোবেলায় দুগ্গা ঠাকুর দেখে অনেক ভেবেছি, 

দুটো হাতের আমার দিদা তোমার চেয়ে কম কি! 

হ্যাঁ গো দিদা, কাজ করতে এখনও তোমায় ভাবি, 

খুব চেষ্টা করি মন দিয়ে করতে, সংসারের সবই। 

দোলের দিনে যখন তুমি জোর করে রাঙিয়েছিলে, 

গাল ফোলা অভিমান আমার, নিজে ভাঙিয়েছিলে। 

এঁচোড় কিংবা চালতা কি করে কোটে, শিখিয়েছিলে, 

কোনো কাজ ভালোভাবে পারিনা বলে, বকেছিলে ।

তোমার সেই "এ্যাড়া" কিন্তু তোমার কাজ দেখতো, 

কি করে তুমি এতো ভালো পারো! সেকথাই ভাবতো।

বঁটি দিয়ে বাঁধাকপি, জাঁতিতে সুপুরি সরু সরু করো, 

তোমাকে হেল্প করতে যেতাম যখন তুমি চষি গড়ো। 

খুশী মনে দিতে হাতে ছোটো ছোটো কাই এর ডেলা, 

বলতে আমায়, "হাতে ঘুরিয়ে লতা বানা দেখি মেলা"।

ঐটুকু কাজেতে আমি কি আর খুশী থাকতে চাই ? 

আমার উদ্দেশ্য, তোমার মতো সরু চষি বানানোটাই, 

পুলি গুলো বানাতে গিয়েও করি নানান কারিকুরি, 

কোনোটাই হয়না তোমার মতো, কি আর আমি করি! 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract