স্রোতোস্বিনীর ধারায়
স্রোতোস্বিনীর ধারায়

1 min

1.3K
উদাসীর বাঁশি আমার হৃদয় কাড়ে,
মন ভালো করি এক চঞ্চলা নদীর ধারে।
নদীর স্রোতের সঙ্গে বয় মনের ধারা,
ভুলে সকল জড়তা আমি হই আত্মহারা।
ডুব দিয়েছে মন স্রোতোস্বিনীর স্রোতে,
ঢেউয়ের পরে ঢেউ দেয়নাতো উদাস হতে।