STORYMIRROR

Utso Bhattacharyya

Abstract Inspirational

3  

Utso Bhattacharyya

Abstract Inspirational

সোনালী দিনের স্বপ্ন

সোনালী দিনের স্বপ্ন

1 min
331

স্বাধীনতা তো একলা আসে না, সাথে থাকে দায়-বোধ৷

মূল্যবোধেরা একলা বাঁচেনা, সাথী হয় প্রতিরোধ৷

শ্রমচুরি আর শোষকের ত্রাস আজও তো অব্যাহত৷

স্বাধীন দেশের পরাধীন শ্রম, ভারত মায়ের ক্ষত৷

পিছে টানা অচলায়তন, আজও কারো শৃঙ্খল৷

জাত-ধর্মের সমুদ্রমন্হনে উপজাত হলাহল!

একমুখী মৌল প্রচারে মানবতার অপমান,

সন্দিহান গণ-প্রহারে হারায় কত না প্রাণ!

মধ্যযুগীয় বর্বরতা আজও তো হয়নি শেষ,

ভদ্রতার মুখোশে আজও লুকিয়ে রয়েছে দ্বেষ৷

স্বাধীন চিন্তা-চেতনারা চোখরাঙানিতে চুপ!

মানুষ মুখোশে ঢেকে রাখে তার ছিদ্রান্বেষী রূপ৷

কৃষি-শিল্পে "কাজ" করে যারা, পেটভরে খেতে পায় না!

শকুন-সভ্যতা ছিঁড়ে খায়, আর ওঁত পেতে থাকে হায়না!

উপনিবেশের মুক্তি ঘটেনি, ভোল বদলের হাওয়া৷

দারিদ্র্য আর অশিক্ষা নিয়ে, স্বাধীনতা যায় পাওয়া?

বলিদান কত ভারতমাতাকে মুক্তির স্বাদ দিতে৷

স্বপ্নের দেশ ওঠেনি তো গড়ে, চাইছে হিসেব নিতে!

ভালবেসে দেশ নিজ নিজ কাজে রয়েছেন যাঁরা ব্রতী,

উন্নততর স্বাধীন স্বপ্ন দেখতে তো নেই ক্ষতি৷



Rate this content
Log in

Similar bengali poem from Abstract