সময়ের মূল্য
সময়ের মূল্য
দিনগুলো ফুরিয়ে হেলো হায়!!
নিয়তির কাছে আজ আমি পাগল প্রায়।
খুশির দিনগুলো ফুরিয়ে যায় কেনো?
কেন থাকেনা চিরকাল__ কোনোকিছুই টিকে না জানি।
তাও রয়ে যায় চাওয়া।
জানি এ চাওয়ার নেই কোনো পাওয়া।
সময় ফুরিয়ে যায় মানে দিনগুলো হয় অতীত।
ভবিষ্যতে পা ফেলে এগোই,, এটাই বর্তমানের স্বভাব।
ক্ষণটা আজ তোমাতে আমাতে নেই _
সে স্রোতস্বিনী জলের মতো।
প্রবাহিত হয় নদী তটে।
সাগরেরে সে দিয়ে যায় কর।
তেমনি সময় আমাদের দিয়ে যায়
উপহার আফসোস আর সঠিক উপসংহার।
সময় সময়েই বুঝায় ___ সে অতি দামী ;
ফুরিয়ে গেলে কভু পার পাবনা জানি।
তাইতো কত আফসোস হয় তার!
সময় যদি হতো টাইমমেশিন।
তবে আমাদের মুহূর্তগুলো হতো _
গোলকধাঁধার নির্বিকার স্ট্যাচো।
তবে যদি না ফরোতো সময়
তাহলে হয়তো বুঝতে পারতাম না কভু,,
দূরত্বর গুরুত্ব ; কারণ সে শেখায়
দূর হতেই সবকিছু সুন্দর।
তাও চাই, খুব চাই __ যেন না ফুরায় সময়।
