সময়ের খেলা
সময়ের খেলা
হেঃ সময় তোমার দেওয়া
প্রতিটি আঘাত,প্রতিটি বেদনা,
আমাকে ভাঙতে পারবে না,
পরবে না আমাকে পিছিয়ে দিতে।
বরং, আমাকে আরও মজবুত করে দেবে।
শিখিয়ে দেবে নূতন চৈতন্য,
দেখিয়ে দেবে নূতন চলার পথ।
তুমি আমাকে দিয়েছো
অনেক দুঃখ আর যন্ত্রণা
তবুও আমি নিজেকে করিনি কখনো বঞ্চনা।
তোমার দেওয়া প্রতিটি বেদনা
আমার কাছে যেন এক নতুন চেতনা।
তোমাকে দেখা যায় না ঠিকই
কিন্তু, তুমি আমাকে দেখিয়ে দিয়েছো
কোনটা সঠিক, কোনটা বেঠিক।
তাই যেটা সত্য, যেটা বাস্তব সেটাকে মেনে নেওয়ায় শ্রেয় ।।
