গোলাপের অসুস্থতা
গোলাপের অসুস্থতা
হেঃ গোলাপ তুমি যে সুন্দর!
তবে তুমি আরও সুন্দর
কেননা তোমার কুঁড়ি ফুটেছে
তোমার পাপড়ি বিস্তার লাভ করেছে,
আর সেই পাপড়ির সুবাস ছুঁয়েছে
ভোরের আলোকে, তুমি যে নবীনের প্রতীক।
তুমি যেন বসন্তের কোকিলের সুর
ক্ষণিকের মধ্যে সৌন্দর্য বিস্তার করেছ সুদূর ।
কিন্তু, কার যেন কুনজর তোমার প্রতি
রাতের গাঢ় অন্ধকারে বৃষ্টিতে ভিজেছে
তোমার পাপড়ি আর সেই
হালকা পাপড়ি হয়েছে ভারী ।
তুমি নিজেকে রক্ষা কর কাঁটা দিয়ে
কিন্তু, কোথায় যেন লুকিয়ে আছে একটা দুষ্টু পোকা
যার কুনজর তোমার পাপড়ির সৌন্দর্য্যে।
তাহলে তুমি কি ঝড়ে পরবে ?
