রাধা
রাধা


ভেঙে যাওয়া ঢেউয়ের বুকে কান পেতেছো কোনোদিন?
যে শরীর এক হলো তীরের শরীরে,
আর লহমায় ভেসে গেল জলের গভীরে।
বুঝেছিলে আমার হৃদয় ভাঙে, ঢেউয়ের মতো
প্রতিদিন!
জলবতী ঢেউ তার দুরু-দুরু বুকে, প্রান্তিকে পড়েছিল বাঁধা।
জলছবি এঁকেছিল প্রেমের শপথে,
আজও তার জলদাগ তোমার পলীতে।
না পাওয়ার স্রোতে ভেসে, আমি আর নদী নই, আমি আজ রাধা।
স্যাঁতস্যাঁতে অভিমান, চোখের জলের দাগ! এপারে? না ওই তীরে?
খামচে ধরা সবুজ ঘাসের মুঠো,
কালকের জোয়ারে যদি চমকে ওঠো,
মনে কোরো, শ্লেষ-গ্লানি-দুঃখ-সুখ যা পেয়েছি উপহারে -
সব নিয়ে ভেসে গেছি, মরুদ্যান বেঁধেছি এক -
মোহনার পাড়ে।।