প্রত্যাশাহীন ভালোবাসা
প্রত্যাশাহীন ভালোবাসা
1 min
904
ভালোবেসে যাও কাউকে,
ভালোবাসা বোঝাতে যেও না তাকে।।
বিশ্বাস করে যাও নিজে,
বিশ্বাস ভঙ্গের ফলাফল বোঝাতে যেও না তাকে।।
ঈশ্বর বলে কিছু মানোনা?
কিন্তু তাকে ঈশ্বর ভেবেছো মনে প্রাণে?
বোঝাতে যেও না তাকে।।
যাকে তুমি নিজের ভাবো,
সে তোমারই থাকবে চিরকাল,
কিন্তু বোঝাতে যেও না তাকে।।
নাম না থাকা সম্পর্কের মেরুদণ্ডের দৃঢ়তার সামনে মুহ্যমান সবকিছুই,
ফলাফল নাইবা পেলে..যত্নে আগলে নিজের মতো করে তো রাখতে পারবে!!
সেই সুখের কথাও
নাইবা বোঝালে তাকে।।