Joyeeta Mukherjee

Classics

3  

Joyeeta Mukherjee

Classics

একাকিত্ব

একাকিত্ব

1 min
2.8K


একাকিত্বের স্তব্ধতায় দিন কাটাচ্ছে গোটা বিশ্ব,

হয়তো কেউ থাকে, দিনের কোনো একসময় তাকে মনে করার মতো,,

কিন্ত সে যে থেকেও নেই।।


হয়তো কেউ প্রতিনিয়ত ভাঙছে,,

সম্পর্কের জটিলতায় লড়ছে তার সাথে সম্পর্কটাকে ভালো রাখার তাগিদে,,

কিন্ত সে যে থেকেও নেই।।


হয়তো সে আছে আবার সকাল শুরুর সুপ্রভাত,

কিংবা রাত্রি শেষের কথোপকথনে..

হয়তো বা সারাদিনের কাজের মাঝে 

কোথাও একটা লুকিয়ে..

কিন্ত সে যে থেকেও নেই।।


শুধুই একটা বিশ্বাস,,

হয়তো সে আছে,, হয়তো থাকবে চিরকাল।


Rate this content
Log in

Similar bengali poem from Classics