STORYMIRROR

Souvick Bhandari

Abstract Action

3  

Souvick Bhandari

Abstract Action

নিষ্ফলতা

নিষ্ফলতা

1 min
188


পড়ে থাকলো স্কুল কলেজ

কিন্তু থাকলো না সত্যতার নলেজ।

থাকলো না পাস ফেলের মাপকাঠি;

থাকলো না পরিশ্রমের মূল্য।

প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল কলেজ;

হ্যাঁ, এখনো প্রতিষ্ঠা করা হচ্ছে।

কিন্তু তাতে নেই সত্যতার মাপকাঠি

নেই গুনমানের বিচার।

সত্যের জয় কোথায় ?

নেই কোনো সত্যতা,আছে একটা ছলনা।

ধীরে ধীরে ধ্বংস হচ্ছে শিশুদের ভবিষ্যৎ

হ্যাঁ, ধ্বংস করা হচ্ছে নবীন ভারত।

এখন সবাই পাস;পড়াশোনা মূল্যহীন!

এইসবের মাঝে থেকে যাচ্ছে একটা ফাঁক।

এর দায় কে নেবে?

পরীক্ষা দিলেও পাস না দিলেও পাস

সঠিক বিচার কোথায় ?

পাস ফেলের মাপকাঠি কোথায় ?

ধ্বংস করা হচ্ছে শিশুদের ভবিষ্যৎ

ধ্বংস হচ্ছে বাংলা তথা ভারতের সভ্যতা।

মিথ্যা পাসের থেকে পাস না করা অনেক ভালো

পড়াশোনার কোনো মূল্য নেই,

নেই এর কোনো সঠিক ফল

শুধু আছে একটা বিশাল ফারাক।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract