স্মৃতির অন্তরালে
স্মৃতির অন্তরালে
মনের মাঝে স্মৃতির রাশি অতীত হয়ে বাঁচে,
বর্তমানের আনাগােনা চলে স্মৃতির আনাচে কানাচে
সুখ - দুঃখ ঢাকা পড়ে থাকে স্মৃতির অন্তরালে...
গলে পড়া স্মৃতি আশার প্রদীপে নতুন ভরসা জ্বালে।
