স্মৃতি
স্মৃতি
চাই বা না চাই,
আমরা সবাই , বয়ে বাড়াই
আমাদের ভালো মন্দ স্মৃতি।
আর তার অনুভূতি।
চোখে এক ক্ষুদ্রার্ত স্বপ্ন।
তার অভিমান ভাঙ্গবে হয়তো কখনো।
সব মৃত সম্পর্কের বিচ্ছেদের কাহিনী ধুসর।
জীবনগুলোর ব্যাথার আছে শুধু রূপান্তর।
স্মৃতি বয়ে চলে যায়,
দিন নীভে রাত আসে যায়।
মন শুধু স্থির থাকে তার অপেক্ষায়।
আর জীবন মৃত্যুর দিকে পা বাড়ায়।
বাস্তবতার রূঢ় রোদে পুড়ে
মৃত ঘাসের মতো অবুঝ মন থাকে তার পথে পরে।
যদি সে একবার আসে ফিরে।
এখনো যে সে সব স্মৃতি আছে দখল করে।
