Gopa Ghosh

Abstract

5.0  

Gopa Ghosh

Abstract

সম্পর্ক

সম্পর্ক

1 min
746


সম্পর্ক গিরগিটির মতো,

বদলে যায় দিনদিন,

কখনো স্বার্থে, কখনো টাকায়।


আজ যাকে চোখে হারানো,

কাল তাকে মনে নেই,

সে হারিয়ে গেছে কোথায়,

যে ছিল সবখানেতেই।


আজ যার জন্য জীবন বৃথা,

যে ছেয়ে আছে সারা মন,

সম্পর্কের বদলে, তার জায়গায়,

কাল এলো কোনো নতুন জন।


Rate this content
Log in