'শয়নে স্বপ্নে'
'শয়নে স্বপ্নে'


স্বপ্নগুলো ঘুমিয়ে থাক স্বপ্নজাল বোনার মধ্যেই,
সীমিত থাক অন্তরের গভীর নির্জনে-----
কল্পনায় খুঁজে ফিরি আশার আলো,
অবশেষে পূরণ হয় জীবনের সুখের মূহুর্তগুলো.
নির্ঘুম রাতের প্রহরে অচেনা আঁধারে স্বপ্নগুলো বিবর্ণ হয়,
একটু দেখার নেশায় ছুটে যায় বার-বার,
স্বপ্নীল প্রেমের কবিতা হয়ে নেশা হারায়-------
হঠাৎ সম্বিত ফিরে আসে লাগামহীন সৃষ্টির সীমাহীন শুন্যতায়.!