STORYMIRROR

বিকাশ দাস

Abstract

3  

বিকাশ দাস

Abstract

শরণ্য

শরণ্য

1 min
364

শুধু একটিবার

ছুঁয়ে দেখার ইচ্ছে ছিলো তোমাকে

আমার দু’চোখ বসিয়ে তোমার চোখের ছলাৎ।

রাত্রির স্তবে অসঙ্গত তৃষ্ণার করাত ।


এবারো আসোনি

যখন বৃষ্টির আঁশ চোখে মুখে মেখেছিলো চড়া রোদ্দুর  

নিশ্বাস ভেঙে ভেঙে ঘুমের জাজিমে পড়ে থাকা একলা শরীরে।

এবারো আসোনি

যখন মেহেদি-ছোপানো হাতে লেগেছিলো রক্তের দাগ

অহং পাপ দংশেছিলো আমার শরীরের বিলাসে বাসনার নীলে।

দেখেছি

আলোভাসান মাটির উসুমে

অন্ধকারের সান্ধ্যর গহন থেকে উঠে আসে  

রজনী ।

ভালোবাসার সান্ধ্যর গহন থেকে উঠে আসে 

রমণী।

জেনেছি

ভালোবাসা শুধু ছুঁয়ে থাকে

আকাশ উপুড় রাত্রি দুপুর  

হৃদয়ের অনন্ত প্রান্তর নিভৃতে গোপনে

ঘর গেরস্তি নিবিড়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract