শ্রমিক দিবস
শ্রমিক দিবস
শ্রমিক দিবস আসছে আবার,
শ্রমিকের সঙ্গে সবাই মিলে সাজানো এই তোফান।
যেন জীবনের সব বিষম সময়ের মধ্যেও
তারা সবসময় হাসির ছায়া ছড়িয়ে ফেলে দিতে পারে ভালবাসা একটি পরবর্তী প্রান্তে নেওয়ার জন্য।
শ্রমিকদের মেহেদির কালে সব আছে তাদের হাতে,
বিশ্বের সব দেশে শ্রমিকের কাজ করা হলো সেই মাটি তাদের সাজানোর জন্য।
তাদের বেদনা প্রতিকাশ করে কাজের সাথে সাথে
মিশে যায় উদ্যোগ ও অবসান হয় না অভিজ্ঞতার মাঝে।
শ্রমিকদের কাজের সময় না থাকলে একটি দিন পার করা সম্ভব না,
সম্পূর্ণ প্রস্তুতি ও পরিশ্রম নিশ্চিত করে তারা সম্পূর্ণ সফলতা অর্জন করে দিতে পারে না।
শ্রমিকের জন্য সবসময় কাজের স্বপ্ন জাগৃত রাখতে হবে,
কাজের সময় শ্রমিকদের প্রতি সহজে একটি সম্মান সম্প্রদান করতে হবে।
