শিক্ষক দিবস
শিক্ষক দিবস


প্রাথমিক শিক্ষা দিয়ে মা করেন শুরু।
তারপরে হল ধরো, তুমি পরমগুরু।।
দেবদূত তুমি যেন শিক্ষার বাহন।
তিলে তিলে দান করো তোমার সম্পদ।।
তোমার সম্পদ অফুরন্ত, অজেয় চমৎকার।
যতই করি দান মোরা ফুরায় না তার ভান্ডার।।
সূর্য যেমন প্রাতঃকালে আলোকিত করে পথ।
শিক্ষার আলো দিয়ে মোদের গড় ভবিষৎ।।
বিদ্যা শিক্ষা দিয়ে তুমি মোদের করো বিনম্র।।
চরণে জানাই প্রণাম আমার শত সহস্র।।
পিতা মাতা সম জীবনে তোমার দান ।
তোমার ঋণ শোধে এমন সাধ্য কার।।
আজ পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লির জন্মদিন।
একজনের নয় এযে সমস্ত শিক্ষক কুলের দিন।,।
যাবে নাকো বৃথা কভু তোমার এই দান।
আরো জনে দান করে রাখবো তোমার সম্মান।।