সরস্বতী বন্দনা
সরস্বতী বন্দনা


স্বেতপুষ্পে পূজবো তোমায় দেবী ভারতী।
প্রণাম করে শুরু করি তোমার আরতি।।
শুক্লা পঞ্চমীতে হয় তোমার ঘটস্থাপন ।
দধিকর্মার পরদিন প্রতিমা নিরঞ্জন ।।
স্বেত হংস বাহন তোমার , তুমি বিদ্যার দেবী ।
স্বেত পদ্মে বিরাজ করেন দেবী ভারতী ।।
বসন্তের বাসন্তী তুমি , তোমার পুজোর দিন ।
ছাত্রছাত্রী বিদ্যার্থী যত , মানায় ভ্যালেনটাইন ।।
বীনা হস্তে তোমার , সংগীতজ্ঞ তুমি ।
বাগ্দেবী নাম তোমার তুমি বিদ্যার দেবী ।।
তোমার পুজো মানেই ছাত্রদের উৎসব ।
সাঙস্কৃতিক উৎসবে পাড়ায় পাড়ায় রব ।।
আম জাম মুকুল আর বাসক ফুল নিয়া ।
পুঁজি তোমায় দেবী সকল ভক্তি দিয়া ।।
বিদ্যা শিক্ষা দিয়া মোদের উজ্জ্বল করো মুখ ।
গরবে মোদের বাবামায়ের ফুলে উঠুক বুক ।।
এই টুকুই চাই মা বড় মনের সাধ ।
বিদ্যা দিয়ে মানুষ করো , দাও মা আশীর্বাদ ।।