STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

3  

Priyanka Bhuiya

Classics

শীতকাল - ৩

শীতকাল - ৩

1 min
398


শহর জুড়ে মাঘের আদর -

ধূলিধূসরিত কুয়াশাচ্ছন্ন মহানগর,

সন্ধ্যার ধোঁয়াশায় আড্ডা জমে চায়ের দোকানে,

উষ্ণ ছাইয়ের গাদায় সারমেয়রা খোঁজে আশ্রয়,

কমে আসে পদচিহ্ন, পড়ে থাকে একলা সড়ক;

ফুটপাতের শূন্য শয্যায় নিদ্রাহীন রাত্রি যাপন,

উৎসবের ফেলে দেওয়া উচ্ছিষ্ট ওদের বরাদ্দ,

শীতকে অনুভব করে চামড়ার খসখসানিতে

আর ফেটে যাওয়া শুষ্ক ঠোঁটের শিরায় শিরায়,

ল্যাম্পপোস্টের আলোর নীচে রাত্রি নামে ঝুপ করে,

আরেকটা দিনের মেয়াদ শেষে নতুন দিনের প্রারম্ভে

অপেক্ষা চলে আরও একটা শীতকাতর বিবর্ণ রাত্রির।


Rate this content
Log in

Similar bengali poem from Classics