শীতের উৎসবে
শীতের উৎসবে
শীতের উৎসবে
মানিক চন্দ্র গোস্বামী
শীতের সময়ে কুয়াশার ভোরে শহুরে মানুষ অলস,
কম্বল তলে আলসেমি করে, হিমের পায়না পরশ।
গ্রামে গঞ্জে হিমেল বাতাসে সকাল থেকেই কাজ,
ফসল কাটার সময় হয়েছে, মাঠে ব্যস্ততারই সাজ।
গোলায় ভরা সোনার ধানের সুগন্ধি সুবাস ঘ্রানে,
জীবন ছন্দে, উৎসব আনন্দে, মিলন বার্তা প্রাণে।
মকর পরবে, মনের খুশিতে গাঁয়ের সকলে মিলে,
শীতল হাওয়ায় কোমর দোলায় ধামসা মাদল তালে।
টুসু লক্ষ্মীর পুজো আয়োজন গ্রামের ঘরে ঘরে,
মেলা প্রাঙ্গনে জমায়েত হয় মিলন মেলার তরে।
ঘাম ঝরানো, শ্রমে সাজানো, ফসল এনেছে খুশি,
খেটে খাওয়া মানুষ জনের মুখেতে ফুটেছে হাসি।
সারা বছরের কর্ম নিষ্ঠার ফসল ঘরের দ্বারে,
শ্রান্তি হারিয়ে উৎসব আনে উদ্যম প্রতি ঘরে।
কষ্টের লড়াই জিততে হয়েছে খেয়ালি প্রকৃতি সাথে,
নতুন ধানের নবান্ন আসরে আবাল বৃদ্ধ মাতে।
