STORYMIRROR

Sampa Maji

Abstract Others

3  

Sampa Maji

Abstract Others

শীতের সন্ধ্যা

শীতের সন্ধ্যা

1 min
151

এক শীতের সন্ধ্যায় পরীক্ষা দিয়ে ফেরা পথে

দেখে ছিলাম এক পা বিহীন সংগ্রামী মাকে

বাচ্চাকে কম্বল জড়িয়ে নিজে পাতলা কাপড়ে

পার করে দেয় হাড় কাঁপানো শীতে রাত।

জন শূন্য বীজের ওপর কয়েকটা ভুট্টা নিয়ে

অপেক্ষা করে থাকে ঘন্টার পর ঘন্টা

যদি কারও চোখে পড়ে যায় এই আশায়

তাহলে হয়তো রাতের খাবারটা জোগাড় হয়।

আমার হয়তো এটা দেখার সুযোগ হতো না

যদি আমি ধনী বাবার সন্তান হতাম

তাহলে সামান্য গাড়ি ভাড়া বাঁচানোর জন্য 

 ক্ষুধার্ত পেটে ৪ কিলোমিটার হাঁটতে হোত না 

সবার জীবনেই কোনো না সংগ্রাম আছে

হয়তো এই সংগ্রামের নামই জীবন

 ব্রীজটা পার করার সময় মনে হয়েছে

যদি আমি সব গুলো কিনে নিতে পারতাম

তাহলে ওদের বেশি সময় বসতে হতো না

 কিন্তু সেখানে একটা কেনাই বিলাসিতা আমার কাছে 

হয়তো এক দিন সব কেনার ক্ষমতা আমারও হবে

কিন্তু সেই দিন এই সংগ্রামী মাকে আর খুঁজে পাবো না।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract