শেষবেলার নৌকা
শেষবেলার নৌকা
করছে সন্ধি নদী নৌকার সঙ্গে আজ,
ফেরি ঘাটের নােঙর ছিড়ে,
বয়ে যাবে কোনাে অমােঘ টানে;
রেখে যাবে একটু-আধটু স্মৃতি,
জলের ফোঁটায় ঢেউ বুনে।
মাঝির গানে, পাল তুলে দিয়ে,
বৈঠা বেয়ে শেষবেলায়;
শব্দ বুনে গল্প হয়ে,
মিশে যাবে মোহনায়।

