STORYMIRROR

Utso Bhattacharyya

Abstract Tragedy Inspirational

3  

Utso Bhattacharyya

Abstract Tragedy Inspirational

শারদীয়া

শারদীয়া

1 min
279

ঢাকের বাদ্যি বাজার আগেই খুশীতে মন সাজে,

শারদীয়ার আগমনী সুর হাজার কাজের মাঝে৷

বছর ঘুরে মা আসছেন— তাইতো প্রকৃতি আজ,

আভূষণে উঠলো সেজে এমন খুশীর সাজ৷

কর্মব্যস্ত জীবনযাপন প্রাণবন্ত হলো,

ভুলে গিয়ে দ্বন্দ্ব-বিবাদ মনের আগল খোলো৷

বিগ বাজেটের থিমপুজো সব, জাঁকজমকে পূর্ণ,

উৎসবেতেও জ্বলেনি আলো— কারোর ভাঁড়ার শূণ্য!

বন্যা হয়ে ঘর ভেসেছে, শুকায়নি জল চোখে;

সেই গ্রামেতে উৎসব নেই— স্তব্ধ সবাই শোকে!

করুণাময়ী মায়ের আশীষে সকলে থাক ভালো,

হতাশার সব আঁধার কাটুক, জ্বলুক আশার আলো৷

শারদীয়ার উৎসবে যেন কেউ না থাকে পিছে,

সন্তানেরা দুঃখ পেলে মায়ের পুজো মিছে!

শারদপ্রাতে আঁধার মুছে নবীন রবি উঠুক,

হৃদয় মাঝে মানবপ্রেমের পারিজাত ফুল ফুটুক!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract