"সেরাদের সেরা"
"সেরাদের সেরা"
অন্যের আদর্শ অনুকরণ ,অনুসরণ নয়
নিজের আদর্শ ছড়িয়ে দেবো ধরনীর বুকে,
নিজের উপর বিশ্বাস রাখি সবসময় আমি পারবো,
আমাকে পারতেই হবে।
আমার ভবিষ্যৎ পথের আমিই উদ্ভাবক
আমার আদর্শ আমি,প্রতিদ্বন্দীও আমি,
আমি তো সেরা হতে আসিনি
আমি এসেছি সেরাদের সেরা হতে।
কালক্রমে আমি বিলীন হয়ে গেলেও
আমার কর্ম অন্যের মাঝে গল্প হয়ে রবে,
যেসব মহীয়সীদের গল্প শুনে আমার বেড়ে ওঠা
তাদের মতো আমারও একটা গল্প রয়ে যাবে।
আমার অনুপ্রেরনা আমি, আদর্শ ও আমি
অবশেষে বিজয়ের হাসি সেই আমিই হাসবো,
আমার আবিষ্কার পেয়ে ধরনী হবে ধন্য
বিজয়ের মঞ্চে আমাকে পেয়ে তোমরা উৎফুল্ল।
