সেলফি
সেলফি


ফ্রন্টে ফ্ল্যাশ আছে তো দাদা
প্রশ্ন সেলসম্যানকে,
পিক্সেল যেন জব্বর থাকে
সুন্দর লাগে পলকে |
এডিটিং অ্যাপ বিস্তর আছে
নিজস্বীতে বাজিমাত,
পাড়ার প্রোগ্রাম কিংবা দূর্গাপুজো
সেলফিই চেনায় জাত |
পাউটেরই আছে রকমফের কত
পোশাকেও রকমারি,
সোশ্যাল মিডিয়ায় আপলোড শেষে
লাইকের ছড়াছড়ি |
নদীর বাঁধ হোক বা সুন্দরবনের বাঘ
সেলফি তোলা আবশ্যিক,
প্রাণ যায় যাক করি না পরোয়া
সবটাই তো আপেক্ষিক |
রণে, বনে, জলে, জঙ্গলে ঘুরে
নিজস্বী তুলে ফিরি,
ভার্চুয়াল দুনিয়ায় মত্ত আমরা
করি নিজেকেই বিক্কিরি |