সেলফি তোলো
সেলফি তোলো


সেলফি তোলো, সেলফি তোলো,
জীবনটাকে সেলফি দিয়ে ভরিয়ে তোলো,
জীবনটাকে বাজি রেখে
রেল লাইনে দাঁড়িয়ে পড়ো,
হোক না বিপদ দেখা যাবে
আগে একটা সেলফি হবে,
পাহাড়টার শেষ প্রান্তে
পিছলে যাওয়ার ঝুঁকি আছে,
তাও তো বলো সেলফি এমন
তোমার ছাড়া আর কার আছে,
সাগরের ওই বিপদ সীমা
পেরিয়ে গিয়েও সেলফি নেবে,
দেখে সবাই চমকে যাবে,
এখন তুমি যেথায় আছো
সেখানে কি সেলফি আছে?
তোমার ফটোয় মালা দিয়ে
আজও তো মা শুধুই কাঁদে।