STORYMIRROR

Latifur Rahman

Romance Fantasy

3  

Latifur Rahman

Romance Fantasy

সেই নীরার মতো (৯)

সেই নীরার মতো (৯)

1 min
208


ভুল বুজেছ নীরা?

চকচকে হাতে আমার দাগ পেলে কই, আমার মনের মধ্যে ও নেই,

দূরে দূরে থেকে ভেবেছ, বেশ রেখেছ আমায়,

আমি তিলে তিলে রঞ্জিত, সে খবর কেউ দিল তোমায়?

মরা পাখির ছা , পাশে অস্রু-হীন নির্বাক বেচে আরেক টা ছা,

রাতদিন বিলাপ, সেই পাখির ছা র মতো,

করেছ আমায়।

সেই খবর কেউ দিল তোমায়?

ভুল বুজেছ নীরা?

না হয় দু-দন্ড ভালো বেসেছি, সবাই ভালো বাসে আমি ও বেসেছি,

আমার বুকের ভিতর দাগহীন, চকচকে হাত আমার,

সহসাই ত বল।

কেন তবে অকারণে তেতো হলে তুমি?

সেই ভাবনা আজও রহস্যের বেড়াজালে,

ঘূর্ণিপাকে আমার বুকের ভিতর।

শেষবার দেখা হলে তবুও বলনি।

আমারে রেখেছ সংশয়, ধুম্র জালে,

তাহার তট খুঁজে পাইনি নাগালে।

তবে কেন, তুমি অজ্ঞাত পরবাসী হয়ে,

আমায় পুড়ছ অহঃনিশি?

ভুল বুজেছ নীরা?

চেয়েছিলাম দূর হতে প্রেম রশ্মি বিলিয়ে মুখে,

কষ্টের দাগগুলো মুছে দেব একদিন,

চেয়েছিলাম, তুমি না হয় ভালোবাসো কমকম,

আমাকে ভালো বাসতে দিও বেশি,

তবুও থেকে যাও, অবিচ্ছেদ্য, অবিচ্ছিন্ন, অবিরাম,।

সে স্বপ্ন আজ সূদুর নীহারিকা,

দুঃস্বপ্ন তবে কি ছিল তাই?

ভুল বুজেছ নীরা?



Rate this content
Log in

Similar bengali poem from Romance