স্বপ্নলোক-আবু জাফর মহিউদ্দীন।
স্বপ্নলোক-আবু জাফর মহিউদ্দীন।
যত কাল শিশুর মত
রইব শক্তি হীন
হৃদয়ের অন্তপুরে
রইব ততোদিন
অল্প চোটে পরবো ঘুরে
অল্প দহনে মরবো পুড়ে
অল্প শরীরে লাগলে ধূলা
হবে-রে বিলীন।
হৃদয়ের অন্তপুরে
রইব ততোদিন।
অল্প জ্ঞানে পরবো ঢলে
ঘুমের ভানে থাকলে পরে
অলস হয়ে থাকলে বসে
ভবিষ্যত মলিন।
হৃদয়ের অন্তপুরে
রইব ততোদিন।
