STORYMIRROR

আবু জাফর মহিউদ্দীন

Children

4  

আবু জাফর মহিউদ্দীন

Children

কিশোর

কিশোর

1 min
105

আমরা নবীন,আমরা কিশোর

জয় করিবো বিশ্ব ভূবন,

মেধার বিকাশ জাগবে এবার

গড়বো জ্ঞানের নতুন স্বপন।

সত্য ন্যায়ের সঙ্গে থেকে 

লড়াই করবো দেশের হয়েই,

দূর্নীতি -ঘুষ রুখবো মোরা

এমন শপথ কিশোর থেকেই।

রুখবো সে সব ভ্রান্ত বিবেক

হিংসা-অসৎ, মিথ্যা-বিবাদ,

দেশের প্রেমে ধরবো কলম

ন্যায়-ধর্ম করবো আবাদ।

দিক্ষা নেব ঐ আজাদীর

যাদের তরে দেশের মাটি,

বিলিয়ে জীবন ভক্তি নিয়ে

মায়ের ভূমি করছে খাঁটি।

আমরা নতুন আমরা কুঁড়ি,

লক্ষ আশা লুকিয়ে রাখি,

আমার দেশের উড়িয়ে নিশান

বিশ্ব মুঠোয় ফেলি আঁখি।

আমরা আকাশ আমরা আলো

আমার দেশের সবাই ভালো,

দেশের স্বার্থে সবাই সমান

জাত-ধর্ম, হোক না কালো।


Rate this content
Log in

Similar bengali poem from Children