STORYMIRROR

আবু জাফর মহিউদ্দীন

Abstract Others

3  

আবু জাফর মহিউদ্দীন

Abstract Others

শরতের চিঠি

শরতের চিঠি

1 min
199

নব্য রূপ ছড়াতে ধরাতে,

 শরৎ এসেছে,আজ,

উদয় ভাস্কর , নীল আকাশে

সোনালী রশ্মির সাজ ।

ঋতুর সাথে সাথে বাগানে

এসেছে রং , ক্ষেতে

শেফালী কামিনীও ফুটেছে, 

প্রকৃতি সেজেছে নববধূতে।

শুভ্র সকালে শিউলি-বেলি

শরৎ হলো ঋতুর রাণী,

তটিনী তীরে হাসে কাশফুল 

অপরূপ রূপে ধরণী।


লেকের শীতল জল ছুঁয়ে

ঝিরঝির বাতাস এসেছে,

বৃষ্টি-রোদের লুকোচুরি

কখনো এ ঋতু খেলছে।


শুভ্র সুগন্ধি সেবন্তী

ছড়িয়েছে নতুন ছায়া,

সব মানুষ খুশি, ঋতুতে

জগতে এনেছে মায়া।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract