স্বপ্নের দিকে
স্বপ্নের দিকে


চাতকের মতো চেয়ে আছি আজ
ওই দূর থেকে যেন কেও কিছু বললো ,
নিস্তব্ধতায় ছেয়ে গেছে এই পৃথিবী
মানুষ আজ অশিক্ষার অন্ধকারের অতুল গভিরে ,
তবুও " তারা " চাইছে এটা অসীম অগ্ৰহে।
মূল্যবোধ আর মূল্যের তফাৎ তা যেন আজ শুধু মূল্যের
জগৎ আর সামাজিক 'বিকাশ ' টা যেন আজ শুধু স্বপ্নের ,
সংস্কার আর জাতির নামে চলছে এক নৃশংস খেলা
মানুষ হিসেবে মানুষ কে ভয় করা , এ যেন আজব লীলা।
আওয়াজ উঠেছে কয়েক দিকে নিস্তব্ধতা কাটানোর আশায়
দমিয়ে কি রাখতে পারবে " দিনের আলোর " বেলায়।
আজ পৃথিবী অনেক পথ পেরিয়ে এসেছে
শিখে গেছে অনেক কিছু এই " বেলাশেষে ",
নিজে নিজেকেই বাঁচিয়ে নিয়ো স্বপ্নের অবশেষে।
যে দায়িত্ব ছিল মানুষের বিবেক
আজ সেটা শুধু স্বার্থ রক্ষার লড়াই
সাহায্যের হাত না বাড়িয়ে করছে শুধু বড়াই।
বলার তো ছিল অনেক , রয়ে গেলো সব বাকি
কিন্তু সবই তো ছিনিয়ে নিলো ওই " কলকাঠি "।