দিশাহীন
দিশাহীন


নিতে পারছিনা আমি আর
এবার আমি চাই আরাম,
সর্বক্ষণ এই রুষ্টভাবে থেকে
আছে কি কোনো লাভ,
ভগ্নাংশ করা জীবনে
রয়ে গেলো সব ভাগশেষ
মিলল না কিছুই ভাগফল ।
অপরিমিত জীবনে এত ছুটে কী লাভ
এত ছুটছই বা কীসের জন্যে
শুধুমাত্র আত্মস্মমানের জন্যে !
আর ছুটেই বা কী হবে
বুড়ো হয়ে কোনো বদনাম নিয়ে
একদিন মরতে হবে ।
আধ্যাত্মিকতার পেছনে ছুটলে হয়ত বা
কিছু পাবে ।
ভুলে যেওনা যে দিয়েছে জীবন
তার কাছে একদিন ফিরতে হবে
ফিরে গিয়ে কী জবাব দেবে ?
পৈশাচিক মনের স্বাদের জন্যেই
বরবাদ করেছ জীবন ।
দিয়েছ কিছু নিজের জীবন উজাড় করে
কিছু উপরের জন্যে , কিছু নিচের জন্যে ।
পারবে কি সত্যি কথাটি বলতে
মৃত্যুর আগের মুহূর্তকে বর্ণনা করতে ,
বলতে কি পারবে কোন দিকটা আসল
আর কোন দিকটা নকল ।।