দুই জগত
দুই জগত
ধরতে চাই তোর হাত
যেতে চাই বহু দূর।
নিঃশব্দ জগতের ঐ আঁধারে
খুঁজে বেড়াই তোকে।
ভাবনা গুলো আজ জমছে মনের অন্তিম কোনে ;
সর্বহারা এই পৃথিবীর মতন
আজ আমিও খুজছি এক চিলতে জীবন ,
ভাবনার বাইরে রয়েছে আর এক জগত
খুব ঠান্ডা , খুব রুক্ষ।
মনটা যেন মরুভূমির মরুচিকা
যতই এগিয়ে যাই ততই ফাঁকা।
মাঝে মধ্যে মনে হয় জীবনটা বড়োই অদ্ভুত
বর্তমানকে না ভেবে ,
ভাবি শুধুই ভবিষ্যৎ আর ভূত।
থাকবে সবই পড়ে, শুধু নিয়ে যাবো তোকে
যদি তোকে পাই মনের সিন্দুকে।
