মনুষত্ব
মনুষত্ব


জীবনটা সত্যিই মধুর
আসলটা জানতে পারলে নিজেকে মনে হয় অসুর ।
জীবনটা একার নয় তবুও
মাঝে মধ্যেই নিজেকে পাল্টাতে হয়,
জীবনে কি সব সময় সুখের গান হয়
অনেক সময় দুঃখের গানও মনকে ভরিয়ে দেয়।
আজ আমরা অনেক উঁচুতে
কিন্তু মানুষ হিসেবে অনেক নিচুতে।
এখন হয়ত ভাবছেন এ-আবার নতুন
কি বলা , একথা তো সকলের জানা ,
ঠিকই সকলের জানা কিন্তু আমরা নিজেদেরকে বদলাতে চাইনা।
কারণ সেটা তো বিবেকের কাছে মানা।
মানুষ কে বলা হয় সর্বোত্তম প্রাণী
আমরা কি সর্বোত্তম কথার মানেটা জানি ??