"স্বপ্নচারীনি"
"স্বপ্নচারীনি"
ভাবছি কবে দাঁড়াবো নিজের পায় সকল ব্যর্থতা এখন পাথর চাপায়,
দিনে দিনে বাড়ছে মনে নবীন স্বপ্ন এই স্বপ্ন জয় করলে আমার সাফল্য।
সবকিছুর পিছুটান এখন পিছু ফেলে অতীতের কালো অন্ধকার ভেদ করে,
নিজের জীবনের নবীন স্বপ্ন গড়তে হলে
যেতে হবে আমার বহু স্বপ্নের বহু সন্ধানে।
হাজার ও বাধা-বিপত্তি ভেদ করে খুঁজতে হবে নবীন স্বপ্নের সেই পথ,
এমনকি হতেও হবে সেই স্বপ্নের সারথি
তবুও অঙ্গীকার নবীন স্বপ্নে জীবন গড়া।
তাই শতশত বাস্তব অস্তিত্বকে সঙ্গে নিয়ে
নিজের নবীন স্বপ্নকে করছি জয়,
মনে হয় ভাগ্য ছিল আমার সহায়তাই তো স্বপ্নচারীনি হয়ে ঘুরে বেড়াই।
