স্বপ্ন
স্বপ্ন


কাল সারারাত স্বপ্নে তোমাকে দেখার পর মনে হল,
সারাজীবনের দেখা,আমি এক রাতেই দেখে নিয়েছি।
বিকেলে তোমার সাথে যে শেষ ঝগড়াটুকু হয়েছিল,
সে সবই আমি ভুলে গিয়েছি।
কাল রাতে, স্বপ্নে... তোমায় ভালোবেসেছি।
আমি এখন তোমার থেকে সাতশো আটশো কিমি দূরে,
কলকাতা শহরের এই এত ভিড়ের মাঝে,
তা সত্যেও এত গুলো স্বপ্ন একরাতে কিভাবে আসলো,এতো অসম্ভব ব্যাপার।
অবশ্য খুব কষ্ট করে এসেছে এত দূর থেকে
তাই শুয়ে শুয়ে মনযোগ দিয়ে তাদের দেখতে হল।
সব স্বপ্ন গুলো তোমাকে নিয়ে কত চেনা অচেনা গল্পের দোকান খুলে বসলো।
এখন তুমি যদি আমায়, কাল রাতের স্বপ্ন থেকে প্রশ্ন ধরো
তাহলে দেখবে সব প্রশ্নের জবাব সঠিক পাবে।
এতদিন ধরে চাকরির পরীক্ষায় যদিও উত্তীর্ণ করিনি,
তবু হলফ করে বলতে পারি,
তোমার স্বপ্নের পরীক্ষায় আমি উত্তীর্ণ নিশ্চই হবো।িত হবো