স্বপ্ন
স্বপ্ন


দিনযাপনের লড়াই করে পাকস্থলীই জিততে চায়,
কেউ জানেনা মনের খিদে, কেউ নেবেনা মনের দায়!
কি হলে, কি পারতো হতে, কতোটা ঢেউ কোন স্রোতে,
সেসব হিসেব হয়না রাখা,স্বপ্ন ছাড়াই ফুল ফোটে!
তাদের মতোই ঝরতে থাকি, যখন যেমন সুযোগ পাই,
আমরা সবাই দিনের শেষে স্বপ্ন নিয়েই বাঁচতে চাই!
কারোর স্বপ্ন ভীষণ দামী,স্বপ্ন কারোর মূল্যহীন,
মুহূর্তরা দেয়না ধরা, এক এক করে কাটছে দিন!
দিনের শেষে কারোর আবার একলা স্বপ্ন খুব কাঁদে,
সেসব খবর কেউ রাখেনা, বেরোয়না তা সংবাদে!!