STORYMIRROR

Amitrosudan Bose

Abstract Tragedy Others

2  

Amitrosudan Bose

Abstract Tragedy Others

আবোলতাবোল অঙ্ক

আবোলতাবোল অঙ্ক

1 min
305

এখনও এখানে রাত্রি নামতে দেখি,এখনও এখানে চেনা পাখিগুলো ডাকে,

আয়নার কাছে যায়না যে হওয়া মেকি,স্মৃতি ধরা দেয় আঙুলের প্রতি ফাঁকে!

তবুও কিছু প্রশ্নেরা উঁকি মারে,আমার আমিকে খুঁজে পেলামই বা কই?

অঙ্কের ভয় কখনও কি পিছু ছাড়ে? তাই তো শেষে ভাগশেষ থাকলোই!

অবাধ্য চোখ মানছেনা তবু হার,অঙ্ক মেলাবে জেদ ধরে রাখে ঠায়,

এই রোগটারও নেই কোনো প্রতিকার,কেউ কি দাঁড়ায় কারোর অপেক্ষায়!

কারোর জন্যে থেমে থাকবেনা কিছু,সবাই এগোবে নিজের নিজের মতো,

অন্ধকারে ছায়াও ছাড়ে পিছু,তবু, মিললে হিসেব হয়তো ভালোই হতো!

শেষ ভালো হলে সব ভালো যদি হয়,খারাপ শেষের সবটুকুই কি বাজে?

ভাগফলটা পেয়েছে বড্ড ভয়,তাই, ভাগশেষটুকু লাগলোনা কোনো কাজে!

আবোলতাবোল শব্দ সাজায় রাত,জানি,কেউ নেবে না মানেটা খোঁজার দায়,

অঙ্ক মেলাতে হিসেবেই কূপোকাত, দিনের শেষে সবাই চলে যায়!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract